বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশের প্রথম পাবলিক মেরিটাইম ও ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়(নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত),

ধরন: পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাকাল: ২০১৩

ক্যাটাগরি: বিশেষায়িত

এর অবস্থান যথাক্রমে দক্ষিণ এশিয়ায় তৃতীয় ও সমগ্র বিশ্বে ১২ তম।

ক্যাম্পাসঃ অস্থায়ী ক্যাম্পাস আপাতত মিরপুর ১২ তে অবস্থিত। মূল ক্যাম্পাসের কাজ চট্টগ্রামে চলছে এবং তা ২০২১ সালের ভেতর শেষ হওয়ার কথা। (১০৬.৬ একর)

আবেদন: এখনও জানানো হয় নি
ভর্তি পরীক্ষা: জুন ৪-৫, ২০২১
সেকেন্ড টাইম: চালু

\’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়\’, বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সমুদ্র বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকার মিরপুর ১২-তে (পল্লবী) অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে। চট্রগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ১০৬.৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ ২০২১-এর শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা। তবে কোভিড-১৯ এর কারণে পিছিয়ে যেতে পারে। স্থায়ী ক্যাম্পাসের ভিডিও: youtu.be/YP0_Ai0T9-0

বর্তমানে ৫টি (এবছর ৬-৭টি প্রস্তাবিত) স্নাতক (অনার্স) এবং বেশ কয়েকটি স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামই চলমান। বর্তমানে স্নাতক পর্যায়ে মোট ৫টি ডিপার্টমেন্টে শিক্ষা কার্যক্রম চলছে। প্রোগ্রাম ৫টি হলো:

বিভাগসমূহঃ

  1. BSc (Hons) in Oceanography
  2. BSc (Hons) in Marine Fisheries
  3. BSc (Engg) in Naval Architecture and Offshore Engineering
  4. BBA (Hons) in Port Management and Logistics
  5. LLB (Hons) in Maritime Law

তবে এবছর আরো ১-২ টি প্রোগ্রাম চালু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৬টি অনুষদে ১৫টি ডিপার্টমেন্ট ও ১টি ইন্সটিটিউট চালু আছে। প্রস্তাবিত ৭টি অনুষদে ৩৮টি ডিপার্টমেন্ট ও ৩টি ইন্সটিটিউট।

পরীক্ষা পদ্ধতিঃ ৬০% এমসিকিউ এবং ৪০% রিটেন
সময়ঃ ৯০ মিনিট

Undergraduate Admission Requirements

আবেদন যোগ্যতা

এবছর এখনও সার্কুলার দেয় নি। তবে গতবছরের অনুযায়ী BSc প্রোগ্রামে আবেদনের জন্য SSC এবং HSC-তে জিপিএ ৪.০+৪.০ এবং BBA ও LLB প্রোগ্রামে আবেদনের জন্য জিপিএ ৩.৫+৩.৫ চেয়েছিল।

ভর্তি পরীক্ষা

পরীক্ষা ১০০ নম্বর ও জিপিএ ১০০ নম্বর। সময় ৯০ মিনিট। পরীক্ষার মধ্যে ৪০ নম্বর লিখিত ও ৬০ নম্বর এমসিকিউ।

ক) বিএসসি ইন ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফিঃ

  • জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
  • এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
  • ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
  • মোট মার্কঃ ১০০
  • পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী,পদার্থ,জীববিজ্ঞান,গণিত,রসায়ন।
  • প্রতি বিষয়ে ৮ মার্কের রিটেন এবং ১২ মার্কের এমসিকিউ থাকতে পারে (২০১৮ ও ১৯ সালের প্রশ্নানুযায়ী)।
  • আসনঃ ৩৮ টি(২০১৮ সাল অনুযায়ী)

খ) বিএসসি ইন মেরিন ফিশারিজ

  • জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
  • এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
  • ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
  • মোট মার্কঃ১০০
  • পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী,পদার্থ,জীববিজ্ঞান,গণিত,রসায়ন।
  • প্রতি বিষয়ে ৮ মার্কের রিটেন এবং ১২ মার্কের এমসিকিউ থাকতে পারে।
  • আসনঃ এখনও জানানো হয়নি, জেনে আপডেট করে দেয়া হবে।

গ)বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিংঃ

  • জিপিএঃ এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
  • ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
  • পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী,পদার্থ,গণিত,রসায়ন।
  • মোট মার্কঃ১০০
  • প্রতি বিষয়ে ১০ মার্কের রিটেন ও ১৫ মার্কের এমসিকিউ থাকতে পারে(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)
  • আসনঃ৩৫ টি(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)

ঘ)এলএলবি(অনার্স) ইন মেরিটাইম ল\’ঃ

  • জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
  • সবাই পরীক্ষা দিতে পারবে।
  • এইচএসসিতে সব বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
  • পরীক্ষার বিষয়সমূহঃবাংলা,ইংলিশ,ক্রিটিক্যাল রিজনিং,এনালিটিক্যাল এবিলিটি,সাধারণ জ্ঞান।
  • মোট মার্কঃ১০০
  • সকল বিষয়ে এমসিকিউ+রিটেন হবে।
  • আসনঃ৩৫ টি(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)

ঙ)বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকসঃ

  • জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
  • সবাই পরীক্ষা দিতে পারবে।
  • এইচএসসিতে সব বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
  • পরীক্ষার বিষয়সমূহঃবাংলা,ইংলিশ,ক্রিটিক্যাল রিজনিং,এনালিটিক্যাল এবিলিটি,সাধারণ জ্ঞান।
  • মোট মার্কঃ১০০
  • সকল বিষয়ে এমসিকিউ+রিটেন হবে।
  • আসনঃ৩৫ টি।(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)

✪নেগেটিভ মার্কিং নাই
✪জিপিএ ১০০ মার্ক্স
✪সকল বিভাগেই পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট।সাধারণ ক্যালকুলেটর ইউজ করা যাবে।
✪আর্কিটেকচারের জন্য আলাদা কোনো ড্রইং করা লাগবেনা।
✪সেকেন্ড টাইম দেয়া যায়।

ভর্তি পরীক্ষা প্রস্তুতি
আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষার্থীদের দিয়ে দেয়া হয় না। ফলে কোন প্রশ্নব্যাংক নেই। বাজারে যেগুলো আছে সবই ভুয়া। FEOS ও FET-এর প্রস্তুতি নিতে হলে ঢাবি, রাবির মত প্রস্তুতিই যথেষ্ট। আর, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, সেহেতু লিখিত অংশের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক বেশ সহায়ক হবে। অন্যদিকে, FMGP ও FSA-এর প্রস্তুতির জন্য ঢাবি আইবিএ-র মত প্রস্তুতি নিলেই হবে। লিখিত অংশে খুব বড় উত্তরের প্রশ্ন দেয়া হয় না।

ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা
২০১৯-২০ সালে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন পরীক্ষা দিয়েছিল। এবার পরীক্ষার্থীর পরিমাণ বেশ বাড়বে।

(বিঃদ্রঃআসন সংখ্যা পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানা যাবে সার্কুলার প্রকাশিত হওয়ার পর)

Pros

  • ১. দেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ফলে সমুদ্র ও নৌ বিষয়ক সেক্টরে কাজের সুযোগ!
  • ২. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দেশের সর্বোচ্চ! গড়ে প্রতি ৭ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক।
  • ৩. পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। নতুন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষার্থী অনুপাতে রয়েছে পর্যাপ্ত শিক্ষক!
  • ৪. ক্লিন ক্যাম্পাস। এরকম ঝকঝকে ক্যাম্পাস সরকারি বিশ্ববিদ্যালয়ে পাওয়া সত্যিই দুষ্কর। আর, ক্লাসরুম ও লাইব্রেরিও দৃষ্টিনন্দন।
  • ৫. সেশন জটবিহীন বিশ্ববিদ্যালয়য়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা কারো অজানা নয়। তবে এখানে একদিনের জন্যও সেশন জট নেই (কোভিড-১৯ এর ছুটি ব্যতীত)। ফলে নিশ্চিতে ৪ বছরে কোর্স শেষ করে বের হওয়া যাবে।
  • ৬. সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। দেশের তৃতীয় রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়।
  • ৭. ছেলে ও মেয়ের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ২টি হল রয়েছে মিরপুর ডিওএইচএস-এ।
  • ৮. সকলের জন্য পর্যাপ্ত বাসের সুবিধা রয়েছে।
  • ৯. র‍্যাগিং নেই। এটা প্রোক্টরিয়াল বডি থেকে ভালভাবে খেয়াল রাখা হয়।
  • ১০. ভালো কথা, শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয়ের দিক দিয়ে এটি দেশের সর্বোচ্চ! শিক্ষার্থী প্রতি চার বছরে সরকার প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে। তাই বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধাও বেশ।

Cons

  • ১. ঢাকার অস্থায়ী ক্যাম্পাস বেশ ছোট। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সম্পূর্ণ সুবিধা মিস করতে হবে। তবে মূল ক্যাম্পাস দেশের অন্যতম আধুনিক ক্যাম্পাস হতে যাচ্ছে। পাশাপাশি আয়তনও যথেষ্ট (১০৬.৬ একর)।
  • ২. রাজনীতি করার সুযোগ নেই। তাই যাদের রাজনীতি করার আগ্রহ, তাদের জন্য সেই সুযোগ হবে না।

তাওসিফ সামিন
নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং(১৮-১৯)

মুহাম্মাদ আশরাফুল আলম শিমুল
মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার (২০১৯-২০)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
বিস্তারিত: আবেদন ও নিয়োগ সংক্রান্ত

বিস্তারিত তথ্য জানতে https://bsmrmu.edu.bd/notices/Admission%20Notice ওয়েবসাইটে প্রবেশ করুন।

Leave a Comment