বাংলাদেশের প্রথম পাবলিক মেরিটাইম ও ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়(নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত),
ধরন: পাবলিক/সরকারি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাকাল: ২০১৩
ক্যাটাগরি: বিশেষায়িত
এর অবস্থান যথাক্রমে দক্ষিণ এশিয়ায় তৃতীয় ও সমগ্র বিশ্বে ১২ তম।
ক্যাম্পাসঃ অস্থায়ী ক্যাম্পাস আপাতত মিরপুর ১২ তে অবস্থিত। মূল ক্যাম্পাসের কাজ চট্টগ্রামে চলছে এবং তা ২০২১ সালের ভেতর শেষ হওয়ার কথা। (১০৬.৬ একর)
আবেদন: এখনও জানানো হয় নি
ভর্তি পরীক্ষা: জুন ৪-৫, ২০২১
সেকেন্ড টাইম: চালু
\’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়\’, বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি সমুদ্র বিষয়ক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঢাকার মিরপুর ১২-তে (পল্লবী) অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে। চট্রগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে ১০৬.৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আনুষ্ঠানিক নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজ ২০২১-এর শেষের দিকে সম্পন্ন হওয়ার কথা। তবে কোভিড-১৯ এর কারণে পিছিয়ে যেতে পারে। স্থায়ী ক্যাম্পাসের ভিডিও: youtu.be/YP0_Ai0T9-0
বর্তমানে ৫টি (এবছর ৬-৭টি প্রস্তাবিত) স্নাতক (অনার্স) এবং বেশ কয়েকটি স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামই চলমান। বর্তমানে স্নাতক পর্যায়ে মোট ৫টি ডিপার্টমেন্টে শিক্ষা কার্যক্রম চলছে। প্রোগ্রাম ৫টি হলো:
বিভাগসমূহঃ
- BSc (Hons) in Oceanography
- BSc (Hons) in Marine Fisheries
- BSc (Engg) in Naval Architecture and Offshore Engineering
- BBA (Hons) in Port Management and Logistics
- LLB (Hons) in Maritime Law
তবে এবছর আরো ১-২ টি প্রোগ্রাম চালু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ৬টি অনুষদে ১৫টি ডিপার্টমেন্ট ও ১টি ইন্সটিটিউট চালু আছে। প্রস্তাবিত ৭টি অনুষদে ৩৮টি ডিপার্টমেন্ট ও ৩টি ইন্সটিটিউট।
পরীক্ষা পদ্ধতিঃ ৬০% এমসিকিউ এবং ৪০% রিটেন
সময়ঃ ৯০ মিনিট
Undergraduate Admission Requirements
আবেদন যোগ্যতা
এবছর এখনও সার্কুলার দেয় নি। তবে গতবছরের অনুযায়ী BSc প্রোগ্রামে আবেদনের জন্য SSC এবং HSC-তে জিপিএ ৪.০+৪.০ এবং BBA ও LLB প্রোগ্রামে আবেদনের জন্য জিপিএ ৩.৫+৩.৫ চেয়েছিল।
ভর্তি পরীক্ষা
পরীক্ষা ১০০ নম্বর ও জিপিএ ১০০ নম্বর। সময় ৯০ মিনিট। পরীক্ষার মধ্যে ৪০ নম্বর লিখিত ও ৬০ নম্বর এমসিকিউ।
ক) বিএসসি ইন ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফিঃ
- জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
- এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
- ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
- মোট মার্কঃ ১০০
- পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী,পদার্থ,জীববিজ্ঞান,গণিত,রসায়ন।
- প্রতি বিষয়ে ৮ মার্কের রিটেন এবং ১২ মার্কের এমসিকিউ থাকতে পারে (২০১৮ ও ১৯ সালের প্রশ্নানুযায়ী)।
- আসনঃ ৩৮ টি(২০১৮ সাল অনুযায়ী)
খ) বিএসসি ইন মেরিন ফিশারিজ
- জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
- এইচএসসিতে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
- ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
- মোট মার্কঃ১০০
- পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী,পদার্থ,জীববিজ্ঞান,গণিত,রসায়ন।
- প্রতি বিষয়ে ৮ মার্কের রিটেন এবং ১২ মার্কের এমসিকিউ থাকতে পারে।
- আসনঃ এখনও জানানো হয়নি, জেনে আপডেট করে দেয়া হবে।
গ)বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিংঃ
- জিপিএঃ এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৪ করে পয়েন্ট থাকতে হবে।
- ইংরেজী,পদার্থ,রসায়ন,জীববিজ্ঞান এর মধ্যে দুটি বিষয়ে ন্যূনতম A গ্রেড থাকতে হবে এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম B গ্রেড।
- পরীক্ষার বিষয়সমূহঃইংরেজী,পদার্থ,গণিত,রসায়ন।
- মোট মার্কঃ১০০
- প্রতি বিষয়ে ১০ মার্কের রিটেন ও ১৫ মার্কের এমসিকিউ থাকতে পারে(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)
- আসনঃ৩৫ টি(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)
ঘ)এলএলবি(অনার্স) ইন মেরিটাইম ল\’ঃ
- জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
- সবাই পরীক্ষা দিতে পারবে।
- এইচএসসিতে সব বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
- পরীক্ষার বিষয়সমূহঃবাংলা,ইংলিশ,ক্রিটিক্যাল রিজনিং,এনালিটিক্যাল এবিলিটি,সাধারণ জ্ঞান।
- মোট মার্কঃ১০০
- সকল বিষয়ে এমসিকিউ+রিটেন হবে।
- আসনঃ৩৫ টি(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)
ঙ)বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকসঃ
- জিপিএঃএসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম ৩.৫ করে গ্রেড পয়েন্ট থাকতে হবে।
- সবাই পরীক্ষা দিতে পারবে।
- এইচএসসিতে সব বিষয়ে ন্যূনতম B গ্রেড থাকতে হবে।
- পরীক্ষার বিষয়সমূহঃবাংলা,ইংলিশ,ক্রিটিক্যাল রিজনিং,এনালিটিক্যাল এবিলিটি,সাধারণ জ্ঞান।
- মোট মার্কঃ১০০
- সকল বিষয়ে এমসিকিউ+রিটেন হবে।
- আসনঃ৩৫ টি।(২০১৮ ও ১৯ সাল অনুযায়ী)
✪নেগেটিভ মার্কিং নাই
✪জিপিএ ১০০ মার্ক্স
✪সকল বিভাগেই পরীক্ষার সময় থাকবে ৯০ মিনিট।সাধারণ ক্যালকুলেটর ইউজ করা যাবে।
✪আর্কিটেকচারের জন্য আলাদা কোনো ড্রইং করা লাগবেনা।
✪সেকেন্ড টাইম দেয়া যায়।
ভর্তি পরীক্ষা প্রস্তুতি
আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষার্থীদের দিয়ে দেয়া হয় না। ফলে কোন প্রশ্নব্যাংক নেই। বাজারে যেগুলো আছে সবই ভুয়া। FEOS ও FET-এর প্রস্তুতি নিতে হলে ঢাবি, রাবির মত প্রস্তুতিই যথেষ্ট। আর, যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, সেহেতু লিখিত অংশের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্নব্যাংক বেশ সহায়ক হবে। অন্যদিকে, FMGP ও FSA-এর প্রস্তুতির জন্য ঢাবি আইবিএ-র মত প্রস্তুতি নিলেই হবে। লিখিত অংশে খুব বড় উত্তরের প্রশ্ন দেয়া হয় না।
ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা
২০১৯-২০ সালে প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন পরীক্ষা দিয়েছিল। এবার পরীক্ষার্থীর পরিমাণ বেশ বাড়বে।
(বিঃদ্রঃআসন সংখ্যা পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানা যাবে সার্কুলার প্রকাশিত হওয়ার পর)
Pros
- ১. দেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ফলে সমুদ্র ও নৌ বিষয়ক সেক্টরে কাজের সুযোগ!
- ২. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দেশের সর্বোচ্চ! গড়ে প্রতি ৭ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক।
- ৩. পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। নতুন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষার্থী অনুপাতে রয়েছে পর্যাপ্ত শিক্ষক!
- ৪. ক্লিন ক্যাম্পাস। এরকম ঝকঝকে ক্যাম্পাস সরকারি বিশ্ববিদ্যালয়ে পাওয়া সত্যিই দুষ্কর। আর, ক্লাসরুম ও লাইব্রেরিও দৃষ্টিনন্দন।
- ৫. সেশন জটবিহীন বিশ্ববিদ্যালয়য়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা কারো অজানা নয়। তবে এখানে একদিনের জন্যও সেশন জট নেই (কোভিড-১৯ এর ছুটি ব্যতীত)। ফলে নিশ্চিতে ৪ বছরে কোর্স শেষ করে বের হওয়া যাবে।
- ৬. সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। দেশের তৃতীয় রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়।
- ৭. ছেলে ও মেয়ের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ২টি হল রয়েছে মিরপুর ডিওএইচএস-এ।
- ৮. সকলের জন্য পর্যাপ্ত বাসের সুবিধা রয়েছে।
- ৯. র্যাগিং নেই। এটা প্রোক্টরিয়াল বডি থেকে ভালভাবে খেয়াল রাখা হয়।
- ১০. ভালো কথা, শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয়ের দিক দিয়ে এটি দেশের সর্বোচ্চ! শিক্ষার্থী প্রতি চার বছরে সরকার প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে। তাই বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধাও বেশ।
Cons
- ১. ঢাকার অস্থায়ী ক্যাম্পাস বেশ ছোট। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সম্পূর্ণ সুবিধা মিস করতে হবে। তবে মূল ক্যাম্পাস দেশের অন্যতম আধুনিক ক্যাম্পাস হতে যাচ্ছে। পাশাপাশি আয়তনও যথেষ্ট (১০৬.৬ একর)।
- ২. রাজনীতি করার সুযোগ নেই। তাই যাদের রাজনীতি করার আগ্রহ, তাদের জন্য সেই সুযোগ হবে না।
তাওসিফ সামিন
নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং(১৮-১৯)
মুহাম্মাদ আশরাফুল আলম শিমুল
মেরিন ফিশারিজ ও অ্যাকুয়াকালচার (২০১৯-২০)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
বিস্তারিত: আবেদন ও নিয়োগ সংক্রান্ত
বিস্তারিত তথ্য জানতে https://bsmrmu.edu.bd/notices/Admission%20Notice ওয়েবসাইটে প্রবেশ করুন।