বাংলাদেশ ব্যাংক অফিসার পদের নিয়োগ পরীক্ষার বাংলা সাহিত্য অংশ 2022

আজকে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ব্যাংক অফিসার পদের নিয়োগ পরীক্ষার বাংলা সাহিত্য অংশের সমাধান
১। চর্যাপদ তিব্বতি ভাষা অনুবাদ করেন কে?
= কীর্তিচন্দ্র
২। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে
= ভারতচন্দ্র রায়গুণাকর
৩। খনার বচন কোন যুগে সমৃদ্ধি ঘটে ?
= মধ্যযুগের শুরুতে
৪। কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ’শতবর্ষ’
=রমেশচন্দ্র দত্ত
রামেশচন্দ্রের চারটি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭), জীবন-প্রভাত (১৮৭৮) এবং জীবন-সন্ধ্যা (১৮৭৯) যথাক্রমে আকবর, শাজাহান এবং আওরঙ্গজেব এবং জাহাঙ্গীরের সময়ের ঘটনা অবলম্বনে রচিত হয়েছিল । মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে শতবর্ষ (১৮৭৯) নামে সঙ্কলিত হয়েছিল ।
৫ । বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি /উপভাষার নাম কী ?
=বাঙালি
৬। বাংলা উপন্যাসের জনক কে ?
= বঙ্কিম চন্দ্র
৭। শনিবারের চিঠি কি ধরনের সাহিত্য পত্রিকা
= হাস্যরসাত্নক
৮। লোকসাহিত্য সংগ্রহে অবদান রেখেছেন কে?
= দীনেশ চন্দ্র সেন
৯। অভয়া চরিত্রটি শরৎচন্দ্রের কোন উপন্যাসে ব্যবহৃত হয়েছে ?
= শ্রীকান্ত

Leave a Comment