বুয়েট প্রিলি পরীক্ষা ২০ই মে। তার আগে নিজের প্রস্তুতি ভালোভাবে যাচাই করার জন্য আমরা আয়োজন করেছি ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম।
এখন এম সি কিউ পদ্ধতির পরীক্ষা হবে। প্রিলির পর রিটেন মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণ করতে কোর্সটি কিনতে হবে। এজন্য প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট তৈরি করো। উপরে থাকা Log in With Google এ ক্লিক করলে সহজেই জিমেইল একাউন্ট এর মাধ্যমে একাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর এই পেজে ফিরে আসো।
পেমেন্ট পদ্ধতিঃ যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে এই লিংকে গিয়ে পেমেন্ট রেফারেন্স এ নিজের নিকনেম দিয়ে “কনফার্ম পেমেন্ট” করবে।
এরপর এই পেজের নিচে “বাই নাও”তে ক্লিক করে পরের ধাপে “Note to Administrator” বক্সে তোমার মোবাইলের মেসেজে যাওয়া TraxID এবং মোবাইল নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবে। ৩০ মিনিটের মধ্যেই কোর্স শুরু হয়ে যাবে। বিকাশ না থাকলে পরের ধাপে নগদ/রকেট এর মাধ্যমে টাকা পেমেন্ট অপশন পাবে।
প্রয়োজনীয় উপকরণঃ
ডিস্কর্ড এপঃ কোর্সটি ক্রয় করা শেষ হলে এই লিংকে গিয়ে ডিস্কর্ড সার্ভারে জয়েন হয়ে যেতে হবে। ডিস্কর্ড এ কোর্স সম্পর্কে সব তথ্য এবং লিংক দেয়া হবে।
সাব্জেক্ট ফাইনাল রুটিনঃ
৮ মে – পদার্থ
১০ – রসায়ন
১৩ জুন – গণিত
১৫ – ফাইনাল ১
১৭ – ফাইনাল ২