Requirements
- Discord App
- Google Classroom App
- Adobe Scan App
- Mobile with Clear Imaging
- MathKeyboard App
Features
- Written Practice
Target audiences
- HSC Students
বুয়েট ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে লিখিত ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই মডেল টেস্ট কোর্স। প্রতিদিন নির্দিষ্ট অধ্যায়ের উপর ১০টি প্রশ্নে লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নে ১০ মার্ক এবং সময় ৩ মিনিট করে। ওয়েবসাইটে প্রশ্ন দেয়া হবে। সেটা দেখে খাতায় উত্তর লিখতে হবে। পুরো খাতার ছবি তুলে পিডিএফ করে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে।
নিজেকে পরীক্ষা করতে পরীক্ষা দেয়ার পর সবগুলো প্রশ্নের উত্তর নিজে খুঁজে বের করার চেষ্টা করবে।
অংশগ্রহণ করতে কোর্সটি কিনতে হবে। এজন্য প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট তৈরি করো। উপরে থাকা Log in With Google এ ক্লিক করলে সহজেই জিমেইল একাউন্ট এর মাধ্যমে একাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর এই পেজে ফিরে আসো।
পেমেন্ট পদ্ধতিঃ যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে এই লিংকে গিয়ে পেমেন্ট রেফারেন্স এ নিজের নিকনেম দিয়ে “কনফার্ম পেমেন্ট” করবে।
এরপর এই পেজের নিচে “বাই নাও”তে ক্লিক করে পরের ধাপে “Note to Administrator” বক্সে তোমার মোবাইলের মেসেজে যাওয়া TraxID এবং মোবাইল নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবে। ৩০ মিনিটের মধ্যেই কোর্স শুরু হয়ে যাবে। বিকাশ না থাকলে পরের ধাপে নগদ/রকেট এর মাধ্যমে টাকা পেমেন্ট অপশন পাবে।
২ মাস ধারাবাহিকভাবে তুমি সবগুলো বিষয়ের অধ্যায়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং শিক্ষকদের সহযোগীতা পাবে।
প্রয়োজনীয় উপকরণঃ
ডিস্কর্ড এপঃ কোর্সটি ক্রয় করা শেষ হলে এই লিংকে গিয়ে ডিস্কর্ড সার্ভারে জয়েন হয়ে যেতে হবে।ডিস্কর্ড এ কোর্স সম্পর্কে সব তথ্য দেয়া হবে।
এডোব স্ক্যান বা পিডিএফ মেকার যেকোনো এপ।
গুগল ক্লাসরুমঃ ডিস্কর্ডে জয়েন হলে ক্লাসরুম লিংক পাবে। প্রশ্ন দেয়ার পর উত্তর লিখে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে।
সাব্জেক্ট ফাইনাল লিখিত রুটিনঃ
৬ জুন – গণিত
৮ – পদার্থ
১০ – রসায়ন
১২ – ফাইনাল ১
১৪ – ফাইনাল ২