Requirements
- Good Internet Connection
Features
- Chapterwise MCQ Practice
Target audiences
- HSC Students
যারা কোনো কোচিং সেন্টারে ভর্তি হওনি বা টাকার জন্য ভর্তি হতে পারছ না তাদের চিন্তার কোনো কারণ নেই। বাড়িতে বসে ভালো করে পড়, সময়কে কাজে লাগাও। ইনশা আল্লাহ সফলতা আসবে।
আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। পরীক্ষার পর প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। কোনোটা সমাধান না করতে পারলে আমাদের ডিস্কর্ডে জানাবে। লিংক নিচে দেয়া আছে।
একটা রুটিন করে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো নিজের সুবিধামত পরীক্ষা দিবে। এইচ এস সি পরীক্ষার আগে ফাইনাল মডেল টেস্ট নেয়া হবে।
এনরোল করার নিয়মঃ
অংশগ্রহণ করতে এই কোর্সটি ক্রয় করতে হবে। এজন্য প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট তৈরি করো। উপরে থাকা Log in With Google এ ক্লিক করলে সহজেই জিমেইল একাউন্ট এর মাধ্যমে একাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর এই পেজে ফিরে আসো।
মূল্য পেমেন্ট পদ্ধতিঃ যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে এই লিংকে গিয়ে পেমেন্ট রেফারেন্স এ নিজের নিকনেম দিয়ে “কনফার্ম পেমেন্ট” করবে।
এরপর এই পেজের নিচে বাই নাওতে ক্লিক করে পরের ধাপে “Note to Administrator” বক্সে তোমার মোবাইলের মেসেজে যাওয়া TraxID এবং যে নাম্বারে এস এম এস পেতে চাও, সে নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবে। ৩০ মিনিটের মধ্যেই কোর্স শুরু হয়ে যাবে।
বিকাশ না থাকলে বাই নাওতে ক্লিক করে পরের ধাপে পেমেন্ট অপশন পাবে।
(এতগুলো কুইজ/প্রশ্ন তৈরির পরিশ্রমের তুলনায় এই ফি সামান্য। পরীক্ষার ফি হিসেবে না নিয়ে আমরা এটা তোমাদের পরীক্ষাগুলো দিতে আগ্রহ তৈরির জন্য নিচ্ছি। একেবারে ফ্রি করে দিলে কারো আগ্রহ থাকেনা। )
Discussion Group: আগ্রহীরা কোর্সটি ক্রয় কনফার্ম করে ডিস্কর্ড সার্ভার লিংকে জয়েন হয়ে যেতে হবে। ডিস্কর্ড মেসেঞ্জারের মতই একটা মেসেজিং এপ। সেখানে কোর্স সম্পর্কিত আলোচনা হয়ে থাকে।
এছাড়া কোনো টপিক বুঝতে অসুবিধা হলে তার সমাধান পাবে আমাদের “প্রাইভেট কেয়ার” সেবায়। ক্লিক করো এই লিংকে।