Requirements
- ভালো ইন্টারনেট কানেকশন
- ভালো মানের ক্যামেরা
- ফোনে গুগল ক্লাসরুম, ডিস্কর্ড ও এডোব স্ক্যান/ক্যাম স্ক্যানার ইন্সটল থাকতে হবে।
Features
- Online Paper Submission
- রিটেনের মার্ক অনুযায়ী মেরিট লিস্ট
- প্রাইভেট কেয়ার
- রুটিন অনুযায়ী নিজের পড়া রিভিশন
Target audiences
- HSC
- যারা নিজেদের প্রস্তুতি আরো ভালোভাবে যাচাই করতে চায়
এইচ এস সি পরীক্ষা শুরু হবে নভেম্বরে। মাঝখানের ৩ মাসে নিজের প্রস্তুতি যাচাই করে নিতে আমরা আয়োজন করেছি বিশেষ মডেল টেস্ট। পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট। রুটিন প্রকাশ করা হবে শ্রীঘ্রই।
এই কোর্সে ১২টি বিষয়ে বোর্ড স্ট্যান্ডার্ড লিখিত ও এম সি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[অধ্যায় ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ফুল মডেল টেস্ট কোর্স অংশগ্রহণ করতে ভিজিট করো HSC 22 অনলাইন মডেল টেস্ট]
পরীক্ষার নিয়মঃ রুটিন অনুযায়ী এই কোর্সের কারিকুলাম অংশে লিখিত ও এম সি কিউ পরীক্ষার প্রশ্ন দেয়া হবে। প্রশ্নগুলো নির্দিষ্ট সময়ের জন্য দেখা যাবে। এসময়ের মধ্যে লিখিত অংশের উত্তর নিজ খাতায় লিখে ছবি তুলে পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে গুগল ক্লাসরুমে।
আর এম সিকিউ সঠিক উত্তর সিলেক্ট করে সাথে সাথে ফলাফল জানা যাবে।
এনরোল পদ্ধতিঃ
ধাপ ১: ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা
ধাপ ২: পেমেন্ট করা
ধাপ ৩: ট্রাক্স আইডি সাবমিট করে অর্ডার প্লেস করা।
প্রথম ধাপ:
এই লিংকে গিয়ে একাউন্ট তৈরি করো। উপরে থাকা Log in With Google এ ক্লিক করলে সহজেই জিমেইল একাউন্ট এর মাধ্যমে একাউন্ট তৈরি হয়ে যাবে।এরপর এই পেজে ফিরে আসো। আগে থেকে লগ ইন করা থাকলে তা করতে হবেনা।
ধাপ ২:
এই লিংকে ভিজিট করে পেমেন্ট রেফারেন্স এ নিজের নিকনেম দিয়ে “কনফার্ম পেমেন্ট” করবে।
ধাপ ৩:
এরপর এই পেজের নিচে “বাই নাও”তে ক্লিক করে পরের ধাপে “Note to Administrator” বক্সে তোমার মোবাইলের মেসেজে যাওয়া TraxID এবং মোবাইল নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবে। ৩০ মিনিটের মধ্যেই কোর্স শুরু হয়ে যাবে। বিকাশ না থাকলে পরের ধাপে নগদ/রকেট এর মাধ্যমে টাকা পেমেন্ট অপশন পাবে।
এরপরেও সমস্যা হলে আমাদের পেজে পেমেন্ট নাম্বার সহ মেসেজ দিবে।
প্রয়োজনীয় উপকরণঃ
ডিস্কর্ড এপঃ কোর্সটি ক্রয় করা শেষ হলে এই লিংকে গিয়ে ডিস্কর্ড সার্ভারে জয়েন হয়ে যেতে হবে।ডিস্কর্ড এ কোর্স সম্পর্কে সব তথ্য দেয়া হবে।
এডোব স্ক্যান বা পিডিএফ মেকার যেকোনো এপ।
গুগল ক্লাসরুমঃ ডিস্কর্ডে জয়েন হলে ক্লাসরুম লিংক পাবে। প্রশ্ন দেয়ার পর উত্তর লিখে গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে।