গুচ্ছ পদ্ধতিতে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ও যেগুলোতে ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হয়, সেগুলোর ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই সেলফ টেস্ট কোর্স।
সবারই মোটামুটি কোচিং বা বাসায় পড়া শেষের দিকে। এখন প্রয়োজন বেশী বেশী পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেয়ার। বিশেষ করে যারা কোচিং না করে বাসায় প্রস্তুতি নিচ্ছো, এই সেলফ টেস্ট কোর্সটি তাদের জন্য প্রজোয্য।
এই কোর্সে অংশগ্রহণ করলে রুটিন অনুযায়ী পড়াশোনা করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। পরীক্ষার পর প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে।
রুটিন অনুযায়ী রাত ১০টায় কারিকুলাম অংশে প্রশ্ন পাবে। অধ্যায়ভিত্তিক ২০ টি করে প্রশ্ন থাকবে। সময় থাকবে প্রশ্নের ৬০%।
MCQ শেষে ঢাবির জন্য রিটেন সাব্জেক্ট ফাইনাল মডেল টেস্ট নেয়া হবে।
নিজের চর্চা বাড়ানোর উদ্দেশ্যে আমরা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা প্রদান করিনা। নিজে চেষ্টা করে সঠিক উত্তর বের করতে হবে। কোনোটা সমাধান না করতে পারলে, তখন সমাধান জানানো হবে। এজন্য জানাতে হবে ডিস্কর্ডে।
কোর্স এনরোল করার নিয়মঃ
অংশগ্রহণ করতে এই কোর্সটি ক্রয় করতে হবে। এজন্য প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট তৈরি করো। ফেসবুক একাউন্ট তৈরি করার মতই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করা যাবে। এরপর এই পেজে ফিরে আসো।
মূল্য পেমেন্ট পদ্ধতিঃ যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে এই লিংকে গিয়ে Reference এ নিজের নাম দিয়ে “কনফার্ম পেমেন্ট” করবে।
এরপর এই পেজের নিচে বাই নাওতে ক্লিক করে পরের ধাপে “Note to Administrator” বক্সে তোমার মোবাইলের মেসেজে যাওয়া TraxID এবং যে নাম্বারে এস এম এস পেতে চাও, সে নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবে। ট্রাক্স আইডি এবং নাম্বার সাবমিট না করলে কোর্স একটিভ করা হবেনা। অর্ডার করার পর ম্যানুয়াল ভেরিফিকেশন শেষে কোর্স একটিভ করে দেয়া হবে।
বিকাশ না থাকলে বাই নাওতে ক্লিক করে পরের ধাপে পেমেন্ট অপশন পাবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে একটি ডিস্কর্ড গ্রুপে যুক্ত করা হবে। ডিস্কর্ড মেসেঞ্জারের মতই একটা মেসেজিং এপ। সেখানে কোর্স সম্পর্কিত আলোচনা হয়ে থাকে।
কোর্সটি ক্রয় কনফার্ম করে ডিস্কর্ড সার্ভার লিংকে জয়েন হয়ে যেতে হবে। ডিস্কাশনের জন্য ডিস্কর্ড ব্যবহার করা হবে।
রুটিন
এখানে গতবছরের রুটিন দেয়া আছে। এবছরের জন্য শীঘ্রই রুটিন প্রকাশ করা হবে।
Requirements
- Internet Connection
- Mobile or PC
- Discord App
Features
- MCQ Exam
- Problem Solving
- Self Test
Target audiences
- HSC Students Preparing for Varsity Admission