Research and Scholarly Writing Mastercourse লঞ্চ করার পর আমরা প্রচুর সাড়া পেয়েছি। রিসার্চ শেখার প্রচন্ড আগ্রহ দেখে আমরা আরো বেশী শিক্ষার্থীকে আমাদের সাথে যুক্ত করার অনুপ্রেরণা পাচ্ছি।
তাই সবার অংশগ্রহণের সুবিধার্থে ইঞ্জিনিয়ার’স ডায়েরি ও জাপান-বাংলাদেশ রোবোটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার (JBRATRC) এর যৌথ উদ্যোগে স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে।
এই ফর্ম এর উপর ভিত্তি করে ১ জনকে ফুল ফ্রি এবং নির্বাচিত শিক্ষার্থীদের ২০-৬০% ছাড়ে কোর্স এনরোল করার সুযোগ করে দেয়া হবে।
ফর্মের SOP অপশনে ৪০০ শব্দের মধ্যে আপনার রিসার্চ ইন্টারেস্ট এবং এই কোর্সটি কীভাবে আপনাকে সহায়তা করতে পারে আপনার লক্ষ্যে পৌঁছাতে, তা লিখবেন। এই লেখার উপর ভিত্তি করেই আমাদের ফল নির্ধারণ করা হবে।
আবেদন শেষ হবে ১৪ই আগস্ট।