ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহীদের জন্য চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যাচাই করতে এই কোর্স। বুয়েট প্রিলি এবং CKRUET গুচ্ছে MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় নিজের প্রস্তুতি যাচাই করার জন্য আমরা নিয়ে এলাম অধ্যায়ভিত্তিক এম সি কিউ মডেল টেস্ট। রুটিন অনুযায়ী প্রতিদিন রাত ১০টায় নির্দিষ্ট অধ্যায়ের প্রশ্ন কারিকুলাম অংশে পাওয়া যাবে।
অধ্যায়ভিত্তিক ২০ টি করে প্রশ্ন থাকবে। সময় থাকবে প্রশ্নের ৬০%।
নিজের চর্চা বাড়ানোর উদ্দেশ্যে আমরা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা প্রদান করিনা। নিজে চেষ্টা করে সঠিক উত্তর বের করতে হবে। কোনোটা সমাধান না করতে পারলে, তখন সমাধান জানানো হবে। এজন্য জানাতে হবে ডিস্কর্ডে।
কোর্স এনরোল করার নিয়মঃ
অংশগ্রহণ করতে এই কোর্সটি ক্রয় করতে হবে। এজন্য প্রথমে এই লিংকে গিয়ে একাউন্ট তৈরি করো। ফেসবুক একাউন্ট তৈরি করার মতই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করা যাবে। এরপর এই পেজে ফিরে আসো।
মূল্য পেমেন্ট পদ্ধতিঃ যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাও, তাহলে এই লিংকে গিয়ে Reference এ নিজের নাম দিয়ে “কনফার্ম পেমেন্ট” করবে।
এরপর এই পেজের নিচে বাই নাওতে ক্লিক করে পরের ধাপে “Note to Administrator” বক্সে তোমার মোবাইলের মেসেজে যাওয়া TraxID এবং যে নাম্বারে এস এম এস পেতে চাও, সে নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবে। ট্রাক্স আইডি এবং নাম্বার সাবমিট না করলে কোর্স একটিভ করা হবেনা। অর্ডার করার পর ম্যানুয়াল ভেরিফিকেশন শেষে কোর্স একটিভ করে দেয়া হবে।
বিকাশ না থাকলে বাই নাওতে ক্লিক করে পরের ধাপে পেমেন্ট অপশন পাবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে একটি ডিস্কর্ড গ্রুপে যুক্ত হতে হবে। ডিস্কর্ড মেসেঞ্জারের মতই একটা মেসেজিং এপ। সেখানে কোর্স সম্পর্কিত আলোচনা হয়ে থাকে। পরীক্ষা শুরু হওয়ার পর ডিস্কর্ডেও পরীক্ষার লিংক দেয়া হবে।
কোর্সটি ক্রয় কনফার্ম করে ডিস্কর্ড সার্ভার লিংকে জয়েন হয়ে যেতে হবে। ডিস্কাশনের জন্য ডিস্কর্ড ব্যবহার করা হবে।
রুটিনঃ
শীঘ্রই রুটিন প্রকাশ করা হবে। এখানে গতবছরের রুটিন দেখানো হলো